Last Updated: Friday, May 18, 2012, 22:00
এবার নকশালপন্থীদের সশস্ত্র গণবিপ্লবের তত্ত্বকে প্রকাশ্যে সমর্থন জানালেন বলিউডের স্বনামধন্য অভিনেতা ওম পুরি। এদিন প্রকাশ ঝা`র নতুন ছবি `চক্রব্যূহ`র শুটিং-এ এসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় হঠাত্ই বিভিন্ন রাজ্যের ক্রমবর্ধমান মাওবাদী সমস্যার প্রসঙ্গ উত্থাপন করেন ওম পুরি।