পেট্রোল পাম্পে ডাকাতি করতে এসে পুলিসের হাতে ধরা পড়ল দুষ্কৃতী

পেট্রোল পাম্পে ডাকাতি করতে এসে পুলিসের হাতে ধরা পড়ল দুষ্কৃতী

পেট্রোল পাম্পে ডাকাতি করতে এসে পুলিসের হাতে ধরা পড়ল দুষ্কৃতীডাকাতি করতে এসে পুলিসের হাতে ধরা পড়ল এক দুষ্কৃতী। গতকাল রাতে হাওড়ায় ছ নম্বর জাতীয় সড়কের পাশে পেট্রোল পাম্পে হানা দেয় সশস্ত্র দুষ্কৃতীদল। কর্মীদের মারধর করে মোবাইল-টাকাপয়সা লুঠ করে তারা।

পুলিস ও পেট্রোল পাম্প কর্মীরা তাড়া করে ধরে ফেলে এক দুষ্কৃতীকে। বাকিরা পলাতক। শনিবার রাত প্রায় বারোটা। হাওড়ার লিলুয়া থানা এলাকায় ছনম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পে দুটি বাইকে করে ঢুকে পড়ে পাঁচজন সশস্ত্র দুষ্কৃতী। কোনও কিছু বুঝে ওঠার আগেই ক্যাশ কাউন্টারের কাচ লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। এক পাম্পকর্মীকে বেধড়ক মারধর শুরু করে তারা।
  
মোবাইল ও টাকাপয়সা লুঠ করে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে পিছু নেয় পুলিস। সঙ্গে ছিলেন পাম্পের কর্মীরাও। এক দুষ্কৃতী বাইক ফেলে পালানোর চেষ্টা করতেই তাকে ধরে ফেলে পুলিস। বাকিদের খোঁজে তল্লাসি চলছে।





First Published: Sunday, October 20, 2013, 08:40


comments powered by Disqus