Last Updated: January 7, 2014 18:41

জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলি বিনিময়ে একজন পুলিস কর্মীর মৃত্যু ও তিন জন আহত হয়েছেন। খবর পেয়ে সকালের দিকে পুলিস বাহিনী গিয়ে তল্লাসি চালায় এলাকায়। তখন আতঙ্কবাদীরা হামলা চালায়। দীর্ঘক্ষণ গুলি বিনিময় চলে। খবর ছিল একটি বাড়িতে গা ঢাকা দিয়েছে দু থেকে তিন জন জঙ্গি।
পুলিস পৌঁছতেই তাঁদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। গ্রেনেড হানায় ৪ জন পুলিস কর্মী জখম হন। আহতদের শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই অ্যাসিসটেন্ট সাব-ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে।
এক আধিকারিক জানিয়েছন, " হাসপাতালে এএসআই আধিকারিক মারা গিয়েছেন। বাকি তিনজনের হাসপাতালে চিকিৎসা চলছে।" জঙ্গিদের বিরুদ্ধে এখনও পুলিসি অভিযান চলছে।
First Published: Tuesday, January 7, 2014, 18:41