Indian security forc - Latest News on Indian security forc| Breaking News in Bengali on 24ghanta.com
 সোপোরে ফের জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ সেনা বাহিনীর, নিহত ১ পুলিসকর্মী

সোপোরে ফের জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ সেনা বাহিনীর, নিহত ১ পুলিসকর্মী

Last Updated: Tuesday, January 7, 2014, 18:41

জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলি বিনিময়ে একজন পুলিস কর্মীর মৃত্যু ও তিন জন আহত হয়েছেন। খবর পেয়ে সকালের দিকে পুলিস বাহিনী গিয়ে তল্লাসি চালায় এলাকায়। তখন আতঙ্কবাদীরা হামলা চালায়। দীর্ঘক্ষণ গুলি বিনিময় চলে। খবর ছিল একটি বাড়িতে গা ঢাকা দিয়েছে দু থেকে তিন জন জঙ্গি।