Last Updated: November 10, 2011 16:11
অজানা জ্বরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল একজনের। লক্ষ্মীরাম মুর্মু নামে ওই ব্যক্তি গাজোলের বাসিন্দা। রবিবার, তিনি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। অজানা জ্বরে মৃত্যুর পর অবশেষে টনক নড়েছে জেলা স্বাস্থ্য দফতরের। মালদার বিভিন্ন ব্লকে এই মুহুর্তে জ্বরে আক্রান্তের সংখ্যা শতাধিক। তাঁদের রক্তের নমুনা সংগ্রহ করতে ওইসব এলাকায় টিম পাঠানো হয়েছে বলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন।
First Published: Thursday, November 10, 2011, 16:11