Last Updated: July 10, 2013 12:21

বিতর্কের মাঝেই নিজের সারোগেট সন্তানের নাম জানিয়ে দিলেন শাহরুখ খান। বলিউড বাদশা তার সদ্য জন্ম নেওয়া ছোট ছেলের নাম রেখেছেন আবরাম খান। নবজাতকের লিঙ্গ নির্ধারণ করানো হয়নি বলে জানালেন শাহরুখ খান৷ এ নিয়ে বিতর্ক শুরু হওয়ার অনেক আগেই তাঁদের সন্তানের জন্ম হয়েছে বলেও দাবি করেছেন কিং খান৷ কিছুদিন আগেই অভিযোগ উঠেছিল যে শাহরুখ তাঁর সারোগেট সন্তান জন্মানোর আগে লিঙ্গ নির্ধারণ করিয়েছেন৷
প্রেস বিজ্ঞপ্তি দিয়ে শাহরুখ দাবি করলেন, জন্মের আগে শিশুর লিঙ্গ নির্ধারণ করানো হয়নি৷
ছেলের নাম মিডিয়ায় জানাতে এত দেরী করলেন কেন? শাহরুখ বললেন, জন্মের পর আবরামের শারীরিক অবস্থা ভাল ছিল তাই বলে দুঃশ্চিন্তায় ছিলাম। গৌরিও খুব চিন্তায় ছিল। সেই কারণেই এই ব্যাপারে কিছু বলিনি।
সারোগেসি পদ্ধতিতে তার সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য ডাক্তার জতিন শাহসহ অন্যান্য চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মীদেরকে ধন্যবাদ জানান কিং খান।
First Published: Wednesday, July 10, 2013, 12:21