Last Updated: Wednesday, July 10, 2013, 12:21
বিতর্কের মাঝেই নিজের সারোগেট সন্তানের নাম জানিয়ে দিলেন শাহরুখ খান। বলিউড বাদশা তার সদ্য জন্ম নেওয়া ছোট ছেলের নাম রেখেছেন আবরাম খান। নবজাতকের লিঙ্গ নির্ধারণ করানো হয়নি বলে জানালেন শাহরুখ খান৷ এ নিয়ে বিতর্ক শুরু হওয়ার অনেক আগেই তাঁদের সন্তানের জন্ম হয়েছে বলেও দাবি করেছেন কিং খান৷ কিছুদিন আগেই অভিযোগ উঠেছিল যে শাহরুখ তাঁর সারোগেট সন্তান জন্মানোর আগে লিঙ্গ নির্ধারণ করিয়েছেন৷