পাকিস্তান ছাড়ছে লাদেনের পরিবার

পাকিস্তান ছাড়ছে লাদেনের পরিবার

পাকিস্তান ছাড়ছে লাদেনের পরিবারপাকিস্তান ছাড়তে চলেছে ওসামা বিন লাদেনের পরিবার। পাক সরকার সূত্রে খবর, বুধবারই সম্ভবত পাকিস্তান ছেড়ে চলে যাবেন লাদেনের পরিবারের সদস্যরা। গত বছর মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিল-এর গোপন হানায় লাদেনের মৃত্যুর পরই লাদেনের পরিবারকে আটক করে ইসলামাবাদ। অবৈধভাবে বসবাসের জন্য লাদেনের পরিবারকে দেড় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবারই তাঁদের হাজতবাসের মেয়াদ শেষ হচ্ছে। নিহত আল কায়েদা সুপ্রিমো`র পরিবারের আইনজীবী মহম্মদ আমির জানিয়েছেন, লাদেনের ৩ স্ত্রী, ৮ সন্তান ও এক নাতনী সহ ১২ জন মঙ্গলবার রাত ১২টার পর কিংবা বুধবার সকালেই পাকিস্তান ছেড়ে চলে যাবেন। আপাতত তাঁরা সৌদি আরব যেতে পারেন বলে জানিয়েছেন আমির। লাদেনের তৃতীয় স্ত্রী অমল আবদুলফতাহ, তাঁর ৫ সন্তানকে নিয়ে ইয়েমেন চলে যাবেন বলে জানা গিয়েছে।

First Published: Tuesday, April 17, 2012, 16:54


comments powered by Disqus