Last Updated: April 17, 2012 16:54

পাকিস্তান ছাড়তে চলেছে ওসামা বিন লাদেনের পরিবার। পাক সরকার সূত্রে খবর, বুধবারই সম্ভবত পাকিস্তান ছেড়ে চলে যাবেন লাদেনের পরিবারের সদস্যরা। গত বছর মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিল-এর গোপন হানায় লাদেনের মৃত্যুর পরই লাদেনের পরিবারকে আটক করে ইসলামাবাদ। অবৈধভাবে বসবাসের জন্য লাদেনের পরিবারকে দেড় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবারই তাঁদের হাজতবাসের মেয়াদ শেষ হচ্ছে। নিহত আল কায়েদা সুপ্রিমো`র পরিবারের আইনজীবী মহম্মদ আমির জানিয়েছেন, লাদেনের ৩ স্ত্রী, ৮ সন্তান ও এক নাতনী সহ ১২ জন মঙ্গলবার রাত ১২টার পর কিংবা বুধবার সকালেই পাকিস্তান ছেড়ে চলে যাবেন। আপাতত তাঁরা সৌদি আরব যেতে পারেন বলে জানিয়েছেন আমির। লাদেনের তৃতীয় স্ত্রী অমল আবদুলফতাহ, তাঁর ৫ সন্তানকে নিয়ে ইয়েমেন চলে যাবেন বলে জানা গিয়েছে।
First Published: Tuesday, April 17, 2012, 16:54