Last Updated: June 10, 2013 19:34

কনফেডারেশন কাপের ঠিক আগে ছন্দ খুঁজে পাওয়ার জয় পেল ব্রাজিল। রবিবার রাতে প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে ৩-০ গোলে স্কোলারির দলের হারানোটা একদিকে যেমন ইতিহাস বদলানোর, অন্যদিকে তেমন প্রতিশোধ তোলার।
১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের কাছে তিন-শূন্য গোলে পর্যুদস্ত হতে হয়েছিল রোনাল্ডোর ব্রাজিলকে। রবিবার রাতে প্রস্তুতি ম্যাচে একই ব্যবধানে ফ্রান্সকে হারাল স্কোলারির ব্রাজিল। ১৯৯২ সালের পর ফ্রান্সকে হারাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কনফেডারেশন কাপের আগে রবিবারের ম্যাচই ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচে নেইমারদের বড় ব্যবধানে জয় হাসি ফেরাল স্কোলারির মুখে।
পোর্তো আলেগ্রায় পঞ্চাশ হাজার দর্শকের সামনে শুরুটা ভাল হয়নি ব্রাজিলের। বরং আক্রমনের চাপ বেশি ছিল করিম বেনজামাদের।দ্বিতীয়ার্ধে অবশ্য চিত্রটা একেবারে বদলে গেছে। চুয়ান্ন মিনিটে ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করেন চেলসির অস্কার। তারপর নেইমারের সাজানো পাস থেকে ব্যবধান বাড়ান পরিবর্ত হিসাবে মাঠে নামা হারনানেস। খেলা শেষ হওয়ার আগে ফ্রান্সের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়ে যান আরেক পরিবর্ত লুকাস। গত ডিসেম্বরে স্কোলারি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর নেইমারদের এটি দ্বিতীয় জয়। আগামী শনিবার জাপানের বিরুদ্ধে কনফেডারেশন কাপ অভিযান শুরু করছে ব্রাজিল। তার আগে এই জয়ে অনেকটাই স্বস্তিতে সাম্বা ভক্তরা।
First Published: Monday, June 10, 2013, 21:38