Last Updated: February 19, 2013 16:09

মার্কিন সাইক্লিস্ট লান্স আর্মস্ট্রংয়ের মতোই কি অবস্থা হতে চলেছে অস্কার পিস্টোরিয়াসের? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব ক্রীড়াজগতে। ডোপিং কাণ্ডে দোষি সাবস্ত্য হওয়ার পর সাতটি ট্যুর দ্য ফ্রান্স খেতাব হাতছাড়া করতে হয়েছিল আর্মস্টংকে। এবার সেই ডোপিংয়ের জন্যই পিস্টোরিয়াসের অলিম্পিক পদক ফিরিয়ে নিতে পারে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা।
বান্ধবীকে খুনের দায়ে ধৃত পিস্টোরিয়াসের বাড়িতে তল্লাশি পর নিষিদ্ধ ড্রাগস পাওয়া গিয়েছে বলে দক্ষিণ আফ্রিকার একটি সংবাদপত্র দাবি করেছে। খবর পাওয়ার পর নড়েচড়ে বসেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি অথবা ওয়াডা। যদি প্রমাণ হয় যে নিষিদ্ধ ড্রাগস নিতেন, তাহলে তাঁর পদক কেড়ে নেওয়া হতে পারে।
First Published: Tuesday, February 19, 2013, 19:17