Last Updated: Tuesday, February 19, 2013, 16:09
বান্ধবীকে খুন করার অপরাধে হাজতবাস হওয়া অ্যাথালিট অস্কার পিস্টোরিয়াসের প্যারালিম্পিক্সকে জেতা পদক হাতছাড়া হতে চলেছে। বান্ধবীকে হত্যার দায়ে অস্কারের ঘরে তল্লাশি চালানোর সময় নিষিদ্ধ স্টেরয়েডের হদিশ মেলে অস্কারের বাড়ি থেকে। এই অপরাধে ২০১২ লন্ডন প্যারালিম্পিকে অস্কারের জেতা সব পদক কেড়ে নিতে পারে আইওসি।