Last Updated: February 7, 2014 13:28

মনে করুন আপনি মঙ্গলে গেছেন। এই ভিন গ্রহে একলা এসে মনটা হু হু করছে। মেঘলা মন নিয়ে মঙ্গলের আকাশের দিকে তাকালেন। দেখলেন অসংখ্য নক্ষত্র ঝিকমিক করছে। আর তখনই চোখে পড়ল আপনার ফেলা আসা হোমপ্ল্যানেট পৃথিবীকে। সঙ্গে লাস্যময়ী চাঁদ তার রূপোলি আলোয় সেজেগুজে চিকচিক করছে।
পৃথিবীর বুক থেকে আকাশের দিকে তাকালে যেমন অসংখ্য মিটমিটে তারা আর সূর্যের আলোয় উজ্জ্বল স্থির আলোর গ্রহদের দেখা যায়, মাঝে সাঝে চোখে পড়ে মঙ্গলকেও, তেমনি মঙ্গলের মাটি থেকে আকাশের দিকে তাকালে খুঁজে পাওয়া যায় পৃথিবী আর বিশ্বাস হচ্ছে না? প্রমাণ কিন্তু এখন নাসার নাগালে। মঙ্গলের মাটিতে হেঁটেচলে বেড়ানো পৃথিবীর কিউরিওসিটি রোভার কিন্তু স্পষ্ট ছবি পাঠিয়েছে মঙ্গলের পৃথিবী দর্শনের।
কিউরিসিটি রোভার যে ছবি পাঠিয়েছে তা দেখে নাসার বিজ্ঞানীরা মনে করছেন মঙ্গল থেকে খালি চোখেই পৃথিবী আর চাঁদকে দিব্যি দেখা যায়। তবে কিউরিসিটিই প্রথম নয়। এর আগে মঙ্গল থেকে পৃথিবী দেখার ছবি ২০০৪ সালে পাঠিয়েছিল আমেরিকার রোভার স্পিরিট।
First Published: Friday, February 7, 2014, 13:28