Last Updated: Friday, February 7, 2014, 13:28
মনে করুন আপনি মঙ্গলে গেছেন। এই ভিন গ্রহে একলা এসে মনটা হু হু করছে। মেঘলা মন নিয়ে মঙ্গলের আকাশের দিকে তাকালেন। দেখলেন অসংখ্য নক্ষত্র ঝিকমিক করছে। আর তখনই চোখে পড়ল আপনার ফেলা আসা হোমপ্ল্যানেট পৃথিবীকে। সঙ্গে লাস্যময়ী চাঁদ তার রূপোলি আলোয় সেজেগুজে চিকচিক করছে।