আগ্রা হাসপাতাল কাণ্ডে ছেলে অখিলেশকে তিরস্কার মুলায়মের

আগ্রা হাসপাতাল কাণ্ডে ছেলে অখিলেশকে তিরস্কার মুলায়মের

আগ্রা হাসপাতাল কাণ্ডে ছেলে অখিলেশকে তিরস্কার মুলায়মেরআগ্রা হাসপাতালে নিরাপত্তার দাবিতে ২০০ জন ডাক্তারের পদত্যাগের ঘটনায় গোটা রাজ্য তোলপাড়। হাসপাতালে জুনিয়ার ডাক্তারদের নিগ্রহের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চলছে ডাক্তারদের কর্মবিরতি। সঙ্গে পদত্যাগ। পুরো ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব।

এক জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী ছেলে অখিলেশ যাদবকে পাশে বসিয়ে মুলায়ম বললেন, মনে হচ্ছে উত্তরপ্রদেশ সরকার দুর্বল লোকেদের দ্বারা পরিচালিত হচ্ছে। ছোট ছোট জিনিস থেকে অনেক বড় ঘটনা ঘটে যাচ্ছে। মুলায়ম অনেকটা বিরোধীদের সুর এই কথা বলেন। বিজেপির দাবি, উত্তরপ্রদেশ অখিলেশের সরকার বড়ই দুর্বল, ছোটখাটো ঘটনাকে মোটেই গুরুত্ব দিতে চাইছে না। যা থেকে বড় ঘটনা ঘটে যাচ্ছে।

First Published: Tuesday, March 4, 2014, 17:14


comments powered by Disqus