Last Updated: Friday, September 21, 2012, 13:32
ইউপিএ ২-এর দ্বিতীয় বৃহত্তম শরিক তৃণমূলও কংগ্রেস যখন সরকার ছাড়ার প্রস্তুতি পর্ব শেষ লগ্নে পৌঁছেছে, তখন মনমোহন সিংকে আশ্বস্ত করে সরকারের পাশেই দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দিলেন সপা প্রধান মুলায়ম সিং যাদব। তবে মন্ত্রিসভার দর কষাকষিতে নয়, বাইরে থেকেই সরকার টিঁকিয়ে রাখতেই আপাতত সাহায্য করবে সমাজবাদী পার্টি।