P C Parekh

কয়লা ব্লক বণ্টন নিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন: পি সি পারেখ

হিন্ডালকোকে কয়লা ব্লক বণ্টন নিয়ে তাঁর বিরুদ্ধে সিবিআই যে মামলা দায়ের করেছে, তার কোনও ভিত্তিই নেই। জি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন পি সি পারখ। তাঁর দাবি, সিবিআই যে ষড়যন্ত্রের মামলা করেছে তাতে যদি তিনি অভিযুক্ত হন, তা হলে এফআইআরে প্রধানমন্ত্রী-সহ আরও অনেকের নামই থাকা উচিত ছিল। কিন্তু তা হয়নি।

নিজের দল এবং প্রশাসনের মন্ত্রী, সাংসদদের চাপে প্রধানমন্ত্রী প্রথমে নিলামের মাধ্যমে কয়লা ব্লক বণ্টনে সম্মতি দিতে পারেননি। যে সাংসদরা তখন বাধা দিয়েছিলেন, তাদের মধ্যে নবীন জিন্দলও অন্যতম। জি নিউজকে দেওয়া সাক্ষাত্কারে এই চাঞ্চল্যকর দাবি করলেন কয়লা মন্ত্রকের প্রাক্তন সচিব পি সি পারখ।

নিলামের মাধ্যমে কয়লা ব্লক বণ্টনে সম্মতি দিতে পারেননি প্রধানমন্ত্রী। তার কারণ, নিজের দল এবং প্রশাসনের মন্ত্রী-সাংসদদের বাধা। তাঁরাই লিখিত ভাবে নিজেদের আপত্তির কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন। তখন নিলামের ব্যবস্থা চালু হলে, দুর্নীতি আটকানো যেত। মনমোহন সিং নিজের মন্ত্রীদেরই নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিলেন। বই প্রকাশের পরদিন জি নিউজকে দেওয়া সাক্ষাত্কারে আরও একবার এই দাবি করলেন কয়লা মন্ত্রকের প্রাক্তন সচিব পি সি পারখ।

First Published: Tuesday, April 15, 2014, 21:17


comments powered by Disqus