Last Updated: Tuesday, April 15, 2014, 21:17
হিন্ডালকোকে কয়লা ব্লক বণ্টন নিয়ে তাঁর বিরুদ্ধে সিবিআই যে মামলা দায়ের করেছে, তার কোনও ভিত্তিই নেই। জি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন পি সি পারখ। তাঁর দাবি, সিবিআই যে ষড়যন্ত্রের মামলা করেছে তাতে যদি তিনি অভিযুক্ত হন, তা হলে এফআইআরে প্রধানমন্ত্রী-সহ আরও অনেকের নামই থাকা উচিত ছিল। কিন্তু তা হয়নি।