Last Updated: August 13, 2012 18:50

আদালত অবমাননা সংক্রান্ত একটি মামলার জেরে কলকাতা হাইকোর্টে সোমবার হাজির হলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিস কমিশনার রঞ্জিত কুমার পচনন্দা।
২০১১ সালে পুলিসের হেড কন্সস্টেবল নিয়োগ সংক্রান্ত একটি মামলার জেরে এই দুজনকে হাজির হওয়ার নির্দেশ দেয় অসীম কুমার বন্দ্যোপাধ্যায় এবং শুক্লা কবীরের ডিভিশন বেঞ্চ। প্রবীর ব্যানার্জি সহ বেশ কয়েকজন রাজ্য সরকারের বিরুদ্ধে এই মামলাটি করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল তারা কনস্টেবল থেকে হেড কন্সস্টেবল পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন। ইতিমধ্যে রাজ্য সরকার সেই পদটি তুলে দেয়। এরপরেই প্রবীর ব্যানার্জি সহ অন্যান্যরা হাইকোর্টের দ্বারস্থ হন।
২০১১ সালের সেপ্টেম্বর মাসে আদালত নির্দেশ দেয় এদের এএসআই পদে নিয়োগের জন্য। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজ স্বরাষ্ট্র সচিব ও পুলিস কমিশনার আদালতে হাজির হন। আদালত রাজ্য সরকারকে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
First Published: Monday, August 13, 2012, 18:50