Last Updated: Thursday, July 5, 2012, 10:34
কার্টুনকাণ্ডে এবার রাজ্য মানবাধিকার কমিশনের সামনে হাজির হতে হল কলকাতা পুলিস কমিশনারকে। ফেসবুকে কার্টুন ফরোয়ার্ড করে অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। গড়িয়া সমবায় আবাসনের এই বাসিন্দাকে স্থানীয় কয়েকজন নির্মাণ সরবরাহকারী এবং তৃণমূল কংগ্রেস কর্মী মারধরও করেছিল।