পাহাড়ে বনধ স্থগিত

পাহাড়ে বনধ স্থগিত

পাহাড়ে বনধ স্থগিত পাহাড়ে ২০ অক্টোবর পর্যন্ত বনধ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটি। দার্জিলিংয়ের সিংমারিতে গোর্খা জনমুক্তি মোর্চার সদর দফতরে আজ বৈঠকে বসে জয়েন্ট অ্যাকশন কমিটি। বৈঠকে বনধ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। জয়েন্ট অ্যাকশন কমিটির চেয়ারম্যান ইনোস দাস প্রধান জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাহাড় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকার যে আশ্বাস দিয়েছেন, সেই ভরসাতেই বনধ স্থগিত রাখছেন তাঁরা।

১৯ অক্টোবর ফের গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটির বৈঠকে পরবর্তী কর্মসূচি স্থির করা হবে। ততদিন পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাহাড়ের তিন মহকুমায় গণ জমায়েতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপাক্ষিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে মোর্চা।  

First Published: Tuesday, September 10, 2013, 22:06


comments powered by Disqus