অশান্তির আশঙ্কায় ফের পাহাড় ছাড়ছেন পর্যটকরা

অশান্তির আশঙ্কায় ফের পাহাড় ছাড়ছেন পর্যটকরা

অশান্তির আশঙ্কায় ফের পাহাড় ছাড়ছেন পর্যটকরামাঝখানে চারদিন বনধ শিথিল ছিল পাহাড়ে। আর সেই সময়টাতেই দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছেন বহু পর্যটক। অনেকেরই ইচ্ছে ছিল আরও কয়েকটা দিন কাটিয়ে যাওয়ার। কিন্তু, কাল থেকে ফের অশান্তির আশঙ্কা। তাই কার্যত বাধ্য হয়েই পাহাড় ছাড়ছেন পর্যটকরা।

গোর্খাল্যান্ডের দাবিতে গড়া যৌথ মঞ্চে ইতিমধ্যেই চিড় ধরেছে। গতকালই গোর্খা লিগ জানিয়ে দিয়েছে, জিটিএ না ছাড়লে মোর্চার পাশে নেই তারা। এই পরিস্থিতিতে আজকের সর্বদল বৈঠকে নেই গোর্খা লিগ। আজকের সর্বদল বৈঠক কোথায় হবে, তা নিয়ে প্রাথমিকভাবে দেখা দিয়েছিল জটিলতা।

কারণ, জিমখানায় বৈঠক হওয়ার কথা খাকলেওসেই জায়গার দখল নিয়েছে আধাসামরিক বাহিনী। ফলে, সিংমারিতে মোর্চার সদর কার্যালয়ে আজকের সর্বদল বৈঠক হচ্ছে। অন্যদিকে, আগামিকাল থেকে পাহাড়ে ফের শুরু হতে চলেছে ঘরের ভিতর জনতা। এই পরিস্থিতিতে, আজ রসদ সংগ্রহে ব্যস্ত পাহাড়বাসী। এদিকে, গতকাল রাতে পাহাড়ের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে চুয়াল্লিশজনকে গ্রেফতার করা হয়েছে।

First Published: Sunday, August 18, 2013, 12:35


comments powered by Disqus