Last Updated: October 6, 2012 19:50
পৈলান অ্যারোজ (৩) মুম্বই এফ সি (২) একদিকে যখন শিলংয়ে ল্যাজেগোবড়ে হল মোহনবাগান, তখন কলকাতার মান রাখল অনামীদের নিয়ে গড়া দল পৈলান অ্যারোজ। আই লিগের প্রথম ম্যাচেই দুরন্ত জয় পেল পৈলান অ্যারোজ। যুবভারতীতে মুম্বই এফ সি-কে ৩-২ গোলে হারাল তারা।
আই লিগের প্রথম ম্যাচেই দুরন্ত জয় পেল পৈলান অ্যারোজ। যুবভারতীতে মুম্বই এফ সি-কে ৩-২ গোলে হারাল তারা। খেলার ৩৪ মিনিটে হোলিচরণ নার্জারির গোলে এগিয়ে যায় অ্যারোজ। কিছুক্ষণের মধ্যেই পৈলানের গোলকিপারের ভুল থেকে গোল করে মুম্বই এফ সি-কে সমতায় ফেরান এন ডি ওপারা। বিরতির আগে জেমস সিংয়ের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল মুম্বইয়ের দলটি। দ্বিতীয়ার্ধে অবশ্য দুরন্ত কামব্যাক করেন আর্থার পাপাসের ছেলেরা। পেনাল্টি থেকে অ্যারোজকে সমতায় ফেরান মিলং সিং। ৭৬ মিনিটে হোলিচরণ নার্জারির গোল পৈলান অ্যারোজকে দুরন্ত জয় এনে দেয়।
First Published: Saturday, October 6, 2012, 19:51