Last Updated: January 28, 2012 14:05

ওসামা বিন লাদেনের আত্মগোপন সংক্রান্ত গোপন তথ্য মার্কিন গোয়েন্দাদের কাছে পৌঁছে দিয়েছিলেন সাকিল আফ্রিদি নামে এক পাক চিকিত্সক। সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে এমনটাই জানালেন মার্কিন প্রতিরক্ষাসচিব লিওন পানেত্তা। তিনি জানান, ডিএনএ সংগ্রহের একটি টিকা কর্মসূচিতে সিআইএ-র হয়ে কাজ করতেন আফ্রিদি। এবং অ্যাবোটাবাদে লাদেন রয়েছে কি না, তা নজর রাখার ব্যাপারেও সিআইএ-র পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। ২০১১-র ২ মে একটি গোপন অভিযানে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি বাড়িতে ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন নেভি কম্যান্ডো। পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের লুকিয়ে থাকার বিষয়ে পানেত্তা বলেন, `আমি ব্যক্তিগতভাবে মনে করি, ওই বাড়িটিতে কে রয়েছেন সে বিষয়ে অন্তত কারও একজনের গোচরে ছিল। একটা বিষয় মাথায় রাখতে হবে, ওই বাড়িটির পাঁচিলের উচ্চতা ১৮ ফুট। ওই এলাকায় সবথেকে চত্বর ছিল ওই বাড়িটি।` যদিও লাদেন ওই বাড়িতে লুকিয়ে রয়েছে বলে পাকিস্তান জানত কি না, সে বিষয়ে তাঁর কাছে কোনও প্রমাণ নেই বলেও জানান মার্কিন প্রতিরক্ষা সচিব। পাক চিকিত্সক আফ্রিদির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে পাক সরকার। তাই ওই চিকিত্সকের ব্যাপারে তিনি যথেষ্ট চিন্তিত বলেও জানান পানেত্তা।
First Published: Saturday, January 28, 2012, 14:35