শ্রীলংকার বিরুদ্ধে একদিনের সিরিজে জয় পাকিস্তানের, pakistan Beat Srilanka

শ্রীলংকার বিরুদ্ধে একদিনের সিরিজে জয় পাকিস্তানের

শ্রীলংকার বিরুদ্ধে একদিনের সিরিজে জয় পাকিস্তানের চার-এক ম্যাচের ব্যবধানে শ্রীলংকার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে নিল পাকিস্তান। পাক অধিনায়ক মিসবা-উল-হক এবং উমর আকমলের অর্ধশতরানের সৌজন্যে শেষ একদিনের ম্যাচে শ্রীলংকাকে তিন উইকেটে হারিয়ে দেয় পাকিস্তান। নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেটে দুশো আঠেরো রান করে শ্রীলংকা।
মিসবার ছেষট্টি এবং আকমলের একষট্টি রানের সৌজন্যে পাকিস্তান ম্যাচ জিতে ফেলে।

First Published: Friday, November 25, 2011, 19:59


comments powered by Disqus