Last Updated: December 24, 2012 22:12

দেশজুড়ে ফিসফাস ওয়ানডে থেকে সচিন তেন্ডুলকরের অবসরের সিদ্ধান্তের পিছনে তাঁর হাত আছে। ২০১৫ বিশ্বকাপের কথা ভেবে সচিনকে দলে প্রযোজন নেই বলে বোর্ড কর্তাদের কানভাঙান ধোনি। এমন খবরে দেশজুড়ে ফিসফাস। কিন্তু ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ে ধোনি পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি দারুণভাবে সচিনের অভাববোধ করবেন। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলতে নামার আগে ধোনির বক্তব্য মাঠে এবং মাঠের বাইরে অনেককিছুই শিখেছেন তিনি। ভারত অধিনায়কের মতো ভারতীয় শিবিরের দাবি একদিনের ড্রেসিংরুমে তাঁরা সচিনকে মিস করবেন।
একদিনের ক্রিকেট থেকে সচিনের অবসর। সচিনের সিদ্ধান্তে কিছুটা ভারাক্রন্ত ভারতীয় শিবির। সচিন তেন্ডুলকর একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এক শূন্যতার সৃষ্টি হয়েছে ভারতীয় ড্রেসিংরুমে। ঠিক সেরকমই সচিনের অভাব অনুভব করছেন সফরকারী পাকিস্তান ক্রিকেটাররা। মহম্মদ হাফিজ, উমর গুলদের কাছে সচিন শুধু ভারতীয় ক্রিকেটের নয় বিশ্ব ক্রিকেটের সেরা জনপ্রিয় ক্রিকেটার। এবার সফরে কোনও টেস্ট খেলবে না পাকিস্তান।তাই খেলার সময় মাঠে তাঁরা সচিনকে মিস করবেন বলে জানাচ্ছেন পাক ক্রিকেটাররা। বিশ্ব ক্রিকেটে সচিন যেকোনও ক্রিকেটারের কাছে আইকন বলে দাবি করেছেন ভারতে সফররত পাক ক্রিকেটাররা।
First Published: Monday, December 24, 2012, 22:12