Last Updated: Monday, December 24, 2012, 22:12
দেশজুড়ে ফিসফাস ওয়ানডে থেকে সচিন তেন্ডুলকরের অবসরের সিদ্ধান্তের পিছনে তাঁর হাত আছে। ২০১৫ বিশ্বকাপের কথা ভেবে সচিনকে দলে প্রযোজন নেই বলে বোর্ড কর্তাদের কানভাঙান ধোনি। এমন খবরে দেশজুড়ে ফিসফাস। কিন্তু ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ে ধোনি পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি দারুণভাবে সচিনের অভাববোধ করবেন। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলতে নামার আগে ধোনির বক্তব্য মাঠে এবং মাঠের বাইরে অনেককিছুই শিখেছেন তিনি।