Last Updated: September 29, 2013 18:07

পাকিস্তানের পেশোয়ারে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হল ৩৬ জনের। আহত অন্তত ৮০ জন। রবিবার সকালে বিস্ফোরণটি হয় পেশোয়ারের জনবহুল কিসসা- খানি বাজারে। বিস্ফোরণে বাজারে বেশ কয়েকটি দোকান ও গাড়িতে আগুন ধরে যায়।
মার্কেটের পাশে দাঁড় করিয়ে রাখা একটি গাড়িতে প্রায় ২০০ কেজি বিস্ফোরক রাখা ছিল বলে জানিয়েছে বোম্বস্কোয়াড। গত সপ্তাহেই পেশোয়ারে পর পর দুটি বড়সড় বিস্ফোরণ হয়। পেশোয়ারের একটি চার্চে গত রবিবার আত্মঘাতী বিস্ফোরণে মৃত্য হয় অন্তত আশি জনের। শুক্রবার একটি বাসে বিস্ফোরণে মৃত্যু হয় ১৭ জনের।
First Published: Sunday, September 29, 2013, 18:07