Last Updated: September 28, 2012 17:55

ভারতে এল পাকিস্তানি ফ্যাশন। দিল্লিতে নিজেদের প্রথম ফ্যাশন স্টোর লঞ্চ করল পাকিস্তান ফ্যাশন ডিজাইন কাউন্সিল। ১৮ জন বিখ্যাত পাকিস্তানি ডিজাইনার ব্র্যান্ড শো কেস করবে পিএফডিসি।
`কনটেম্পোরি বাট ক্লাসি` লুকের রিটেল স্টোরে মিলবে কর্মা, লিবাস, কামিয়ার রোখি, হাসান শেহেরইয়ার, ইয়াসিন, এলান ডিজাইন হাউজ, সানা সাফিনাজ, আসিফা নাবিল, সোনিয়া আজহার, ফাহাদ হুসেন, নিকি নিনা, ইমান আহমেদ-বডি ফোকাস মিউজিয়াম, নিদা আজওয়ের, আয়েষা হাসওয়ানি, ফিহা জামশেদ, উমর সইদ, রিজওয়ান বেগ, লায়লা চাতুর এবং নাসরিন শেখের মতো পাকিস্তানের তাবড় তাবড় ১৮ টি ব্র্যান্ডের পোষাক।
২০০৬ সালে ৩০ জন ডিজাইনারকে নিয়ে গঠিত হয়েছিল পাকিস্তান ফ্যাশন ডিজাইন কাউন্সিল। এখন সদস্য সংখ্যা ৬৬। বিভিন্ন কাট এবং এমব্রয়ডারির লং কুর্তা, ঘরারা, শরারা, শেরওয়ানির মতো একগুচ্ছ ব্রাইডাল কালকশন নিয়ে ভারতে আসছে পিএফডিসি।
First Published: Friday, September 28, 2012, 17:55