Last Updated: July 20, 2013 18:00

তৃতীয় দফার ভোটগ্রহণের পরদিন নতুন করে অশান্তি রাজ্যে। পঞ্চায়েত ভোট ঘিরে অশান্তি চরমে উঠল৷
এক নজরে দেখে নেওয়া যাক আজ রাজ্যে কোথায় কী অশান্তি হল--
মুর্শিদাবাদ-- মুকুন্দবাগে খুন হন কংগ্রেস কর্মী শিবেশ সরকার৷ কংগ্রেসের অভিযোগ, শনিবার সকালে প্রচার সেরে ফেরার সময় তাঁকে কুপিয়ে খুন করে সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা৷ স্থানীয় সিপিআইএম কর্মী নীরাপদ সরকারের নামে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবারের৷
দেগঙ্গা- দেগঙ্গায় কংগ্রেস কর্মী খুন হলেন। বাঁশ দিয়ে পিটিয়ে মারা হয় এই কংগ্রেস সমর্থককে। হত এই কংগ্রেস সমর্থকের নাম শেখ আনোয়ার হোসেন। ঘটনাটি ঘটে ইয়াজপুর গ্রামে। অভিযোগ সিপিআইএম কর্মীরাই এই খুনের পিছনে আছেন।
বসিরহাট- বসিরহাটে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। বোমার আঘাতে ওই তৃণমূল কর্মী আহত হন বলে অভিযোগ।
হাওড়া-- শুক্রবার রাতে বাঁকড়ার ফকিরপাড়ায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নেতাদের বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন, অভিযোগ করেছে সিপিআইএম সমর্থকরা৷ বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগও উঠেছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ অন্যদিকে, ওই ঘটনায় শনিবার সকালে ৭ সিপিআইএম সমর্থককে গ্রেফতার করে পুলিস৷
মালদা- মালদার রতুয়ায় সিপিআইএম কর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটল। মালদার রতুয়ার ১ নম্বর ব্লকে সিপিআইএম কর্মীর বাড়িতে হামলা চালানো হয়, মারধর করা হয় সিপিআইএম কর্মীদের। কেড়ে নেওয়া হয় ভোটার আইডি কার্ডও। অভিযোগির তির তৃণমূল কংগ্রেসের দিকে।
মালদার বৈষ্ণবনগরে এক সিপিএম কর্মীকে ব্যপক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ মাথায় ও চোখে গুরুতর আঘাত নিয়ে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি ওই সিপিএম কর্মী৷ সিপিএমের দাবি, গতকাল সন্ধেয় শ্রীনিবাসপুরে ভোটের প্রচার করছিলেন দলের কর্মী পূর্ণ মণ্ডল৷ সেই সময় তাঁকে বাধা দেন তৃণমূল কর্মীরা৷ দু’পক্ষের বচসা শুরু হয়ে যায়৷ সেই সময় তাঁকে মারধর করা হয়৷
ক্যানিং-- গোলাবাড়িতে তৃণমূল-আরএসপি সংঘর্ষ। সংঘর্ষ হয় ঝড়খালির ৪ নম্বর গ্রামে। সংঘর্ষ হয় ভরতগড় ও গোসাবার চণ্ডীপুরে। সংঘর্ষে আহত হন দু পক্ষের ৪০ জন। গণ্ডগোল থামাতে গিয়ে আহত হন বাসন্তী থানার ৫ পুলিস।
ডায়মন্ডহারবার- ডায়মন্ডহারবারের ঝিঙেরপোলে উদ্ধার হয়েছে মফিজুল মোল্লা নামে এক তৃণমূকর্মীর দেহ৷ আজ সকালে রাস্তার ধারে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ তৃণমূল নেতাদের দাবি, গতকাল ভোটপ্রক্রিয়া শেষ হওয়ার পর মফিজুল বাড়ি ফিরে যান৷ তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি৷ তাঁদের অভিযোগ, সিপিআইএমই মফিজুলকে খুন করেছে৷
হাওড়া- ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷
First Published: Saturday, July 20, 2013, 20:28