Last Updated: Saturday, November 30, 2013, 11:36
বিএনপি সহ ১৮ দলের জোটের ডাকে ৭২ ঘণ্টার অবরোধে ফের উত্তপ্ত বাংলাদেশ। অবরোধের শুরুতেই দেশের বিভিন্ন জায়গায় একাধিক হিংসার ঘটনা ঘটেছে। আজ সকাল থেকে রাজশাহী, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় বাসে আগুন ধরিয়ে দিয়েছে অবরোধ সমর্থকরা। ঢাকায় বনধ সমর্থকদের মিছিল থেকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভিকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। নির্দলীয় সরকারের তত্বাবধানে নির্বাচনের দাবিতে এর আগে মঙ্গলবার থেকে অবরোধ ডেকেছিল বিরোধী জোট। একাত্তর ঘণ্টার ওই অবরোধে কুড়ি জন নিহত হন।