লাইনচ্যুত পঞ্জাব মেল, আহত ২৫

লাইনচ্যুত পঞ্জাব মেল, আহত ২৫

লাইনচ্যুত পঞ্জাব মেল, আহত ২৫হরিয়ানার রোহতকের কাছে লাইনচ্যুত হল মুম্বই-ফিরোজপুরগামী পঞ্জাব মেল। ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। এক জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার ভোর সাড়ে ৩টেয় পঞ্জাব মেলের ৮টি বগি লাইচ্যুত হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ কর্তারা। আইজি রেলওয়ে (হরিয়ানা) জানিয়েছেন, ৩০০ রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ নিহত হননি। ২৪টি বগির মধ্যে ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ চলছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন আইজি রেলওয়ে। রেলের মুখ্য জনসংযোগ আধিকারীক অনিল সাক্সেনা জানান, ট্রেনটির চালক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন রেলমন্ত্রী মুকুল রায়।

First Published: Sunday, May 6, 2012, 10:47


comments powered by Disqus