Last Updated: June 28, 2013 23:42

ভট ক্যাম্পে নাম লিখিয়ে এবার মৈনাকের ছবিতে পাওলি। মৈনাক ভৌমিকের আগামী ছবি ফ্যামিলি অ্যালবামে পাওলির সঙ্গে থাকবেন স্বস্তিকা মুখার্জিও।
এর আগে বেডরুম ছবিতে মৈনাকের সঙ্গে কাজ করেছিলেন পাওলি। মাছ, মিষ্টি অ্যান্ড মোর ও আমি আর আমার গার্লফ্রেন্ড ছবিতেও পাওলিকে চেয়েছিলেন মৈনাক। কিন্তু বলিউডে অঙ্কুর অরোরা মার্ডার কেসের শুটিং চলার কারণে সময় দিতে পারেননি পাওলি। অবশেষে ফ্যামিলি অ্যালবামে ফিরলেন মৈনাক-পাওলি জুটি। এই ছবিতে এক ফটোগ্রাফারের ভূমিকায় অভিনয় করছেন পাওলি।
সদ্যই এমএমএস স্ক্যান্ডাল নিয়ে টেক ওয়ান ছবির কাজ শেষ করেছেন মৈনাক। সেই ছবিতেও প্রধান চরিত্র দোয়েল মিত্রর ভূমিকায় রয়েছেন স্বস্তিকা।
First Published: Friday, June 28, 2013, 23:42