Last Updated: Friday, February 22, 2013, 15:32
একদিকে পদ্মভূষণ শুভালক্ষ্মীর ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা বালন, অন্যদিকে শোনা যাচ্ছে টলিউডে এবার গীতা দত্তর ভূমিকায় দেখা যেতে পারে পাওলি দামকে। পঞ্চাশের দশকের গায়িকা রহস্যে ভরা গীতা দত্তর ছায়ায় তৈরি এক চরিত্র নিয়ে ছবি করছেন পরিচালক অরিন্দম দে।