Last Updated: February 22, 2013 15:32

একদিকে পদ্মভূষণ শুভালক্ষ্মীর ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা বালন, অন্যদিকে শোনা যাচ্ছে টলিউডে এবার গীতা দত্তর ভূমিকায় দেখা যেতে পারে পাওলি দামকে। পঞ্চাশের দশকের গায়িকা রহস্যে ভরা গীতা দত্তর ছায়ায় তৈরি এক চরিত্র নিয়ে ছবি করছেন পরিচালক অরিন্দম দে। সঙ্গীত পরিচালনা করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তবে অরিন্দমের বক্তব্য গীতা দত্তর জীবনীর ওপর আধারিত নয় তাঁর ছবি।
"ছবির গল্প একজন গায়িকার। যাঁকে ভারতীয় সঙ্গীতের নাইটিঙ্গল বলা হয়। চরিত্রর মধ্যে গীতা দত্তর জীবনের ছায়া থাকলেও গল্পে কাল্পনিক অনেক কিছুই নিয়ে আসা হয়েছে। বলা যেতে পারে এই ছবি গীতা দত্তকে আমার শ্রদ্ধার্ঘ। পাওলিক সঙ্গে আমার চরিত্রর বিষয়ে ইতিমধ্যেই কথা হয়েছে, " জানালেন অরিন্দম। আপাতত অরিজিত বিশ্বাসের সঙ্গে ছবির চিত্রনাট্য লিখছেন তিনি।
বর্তমানে মুম্বইতে রয়েছেন পাওলি। সেখান থেকেই জানালেন, "আমার সঙ্গে অরিন্দমদার কথা হয়েছে। তবে এখনও আমি চিত্রনাট্য পড়িনি। মাসের শেষে কলকাতায় ফিরে আমাদের কথা হবে।" অরিন্দেমর প্রথম ছবি `আজব প্রেম এবং বাস এর গল্পো`তেও অভিনয় করেছিলেন পাওলি। আপাতত `ছায়া মানুষ` ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অরিন্দম।
First Published: Friday, February 22, 2013, 15:32