Last Updated: September 24, 2013 22:08

গত বছরই ভট ক্যাম্পের হাত ধরে বলিউডে পা রেখেছেন পাওলি দাম। এবার ঢুকে গেলেন আইটেম গার্ল ক্যাম্পেও। সতীশ কৌশিকের আগামী ছবি গ্যাং অফ গোস্টে দেখা যাবে পাওলির আইটেম নম্বর। অনীক ধর পরিচালিত বাংলা ব্লকবাস্টার ভূতের ভবিষ্যতের হিন্দি রিমেক গ্যাং অফ গোস্ট।
পাওলির আইটেম নিয়ে সতীশ টুইট করেন, "পাওলি একটা আইটেম করছে গ্যাং অফ গোস্টে...ও অসাধারণ!!!!" ছবিতে রয়েছেন অনুপম খের, মাহি গিল, প্রিয়াঙ্কা চোপড়ার তুতোবোন মীরা ও সৌরভ শুক্লা।
অঙ্কিত অরোরা মার্ডার কেস ছবিতে শেষ দেখা গিয়েছিল পাওলিকে।
First Published: Tuesday, September 24, 2013, 22:08