প্রেসিডেন্সি হামলা কাণ্ডের সেই পাপ্পু এখন তৃণমূলের কর্মী

প্রেসিডেন্সি হামলা কাণ্ডের সেই পাপ্পু এখন তৃণমূলের কর্মী

প্রেসিডেন্সি হামলা কাণ্ডের সেই পাপ্পু এখন তৃণমূলের কর্মীপ্রেসিডেন্সি কলেজের চতুর্থ শ্রেনীর কর্মী পাপ্পু যাদব আজ যোগ দিলেন তৃণমূলে। তাঁর এই যোগ দেওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রেসিডেন্সিতে হামলার সময় শাসক দলের তরফে অভিযোগ করা হয় হামলার পেছনে রয়েছে পাপ্পু। এমনকি তাঁর বিরুদ্ধে বাম ঘনিষ্ট হওয়ারও অভিযোগ আনা হয়। এর কিছুদিন পরই পাপ্পুকে বদলি করে দেওয়া হয় ঝাড়গ্রাম কলেজে।

অভিযোগ ওঠে, শাসকদলের সঙ্গে যুক্ত না হওয়ার কারণেই বদলি করা হয়েছে পাপ্পুকে। আর সেই কারণেই পাপ্পুর তৃণমূলে যোগ দেওয়ার ঘটনাকে বিশেষ তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে আগামী মাস থেকে প্রেসিডেন্সিতে শুরু হচ্ছে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ প্রক্রিয়া। আর সেই কারণেই শাসক দলে যোগ দিয়ে ফের প্রেসিডেন্সিতে ফেরত আসার জন্যই পাপ্পুর এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

চলতি বছর এপ্রিল মাসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যশালী বেকার ল্যাবে ভাঙচুরের ঘটনা ঘটে। টেলিভিশন ক্যামরায় ধরা পড়ে এই হামলার পিছনে সরাসরি জড়িত ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। রাজ্য তৃণমুল নেতৃত্ব দলীয় উপস্থিতি অস্বীকার করলেও ২৪ ঘণ্টার হাতে আসা এক্সক্লুসিভ ছবিতে একাধিক তৃণমূল ও টিএমসিপি নেতাকে দেখা যায়। তাঁদের মধ্যে ছিলেন কলকাতা পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ বসু। বিধানসভার ডেপুটি স্পিকার সোনালি গুহর স্বামী। তমোঘ্ন ঘোষও ওই দলের পুরভাগেই ছিলেন।

ওই ঘটনায় শাসক দলের রোষে পড়েছিলেন দারোয়ান পাপ্পু৷ এমনকি প্রেসিডেন্সি থেকে তাঁকে বদলি করা হয়েছিল ঝাড়গ্রাম রাজ কলেজে৷ কিছুদিনের ব্যবধানেই তিনি ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় চলে এলেন৷

First Published: Wednesday, December 11, 2013, 19:06


comments powered by Disqus