presidency attack - Latest News on presidency attack| Breaking News in Bengali on 24ghanta.com
প্রেসিডেন্সি হামলা কাণ্ডের সেই পাপ্পু এখন তৃণমূলের কর্মী

প্রেসিডেন্সি হামলা কাণ্ডের সেই পাপ্পু এখন তৃণমূলের কর্মী

Last Updated: Wednesday, December 11, 2013, 19:06

প্রেসিডেন্সি কলেজের চতুর্থ শ্রেনীর কর্মী পাপ্পু যাদব আজ যোগ দিলেন তৃণমূলে। তাঁর এই যোগ দেওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রেসিডেন্সিতে হামলার সময় শাসক দলের তরফে অভিযোগ করা হয় হামলার পেছনে রয়েছে পাপ্পু। এমনকি তাঁর বিরুদ্ধে বাম ঘনিষ্ট হওয়ারও অভিযোগ আনা হয়। এর কিছুদিন পরই পাপ্পুকে বদলি করে দেওয়া হয় ঝাড়গ্রাম কলেজে।