parama flyover

ফের শুরু হল পরমা ফ্লাইওভার নির্মানের কাজ

বছর খানেক আটকে থাকার পর ফের শুরু হচ্ছে পার্ক সার্কাস ও বাইপাসের সংযোগকারী পরমা ফ্লাইওভারের নির্মান কাজ। এলাকার নিকাশির সমস্যার আশঙ্কায় প্রায় বছর খানেক ধরে ওই ফ্লাইওভারের নির্মান আটকে ছিল। সমস্যা এড়িয়ে শেষপর্যন্ত নতুন একটি সংস্থাকে ফ্লাইওভার তৈরির বরাত দেওয়া হয়েছে।

পার্ক সার্কাস চার নম্বর ব্রিজ থেকে বাইপাস পর্যন্ত তৈরি হবে পরমা ফ্লাইওভার। আগের সরকারের আমলেই নতুন এই উড়ালপুলটির কাজ শুরু হয়েছিল। কিন্তু বছর খানেক আগে হঠাত্‍ই থমকে যায় কাজ। সামনে চলে আসে নিকাশি নিয়ে আশঙ্কার বিষয়টি।

নিকাশি সমস্যা এড়িয়ে কাজের খরচ বাড়ায় পিছিয়ে যায় আগের নির্মাণকারী সংস্থা। এবারে নতুন একটি সংস্থা ওই কাজ সম্পূর্ণ করবে বলে জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। নতুন সংস্থাটিকে দুশো ষাট কোটি টাকার মধ্যে কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। কাজ শেষ করতে হবে আঠেরো মাসের মধ্যে।

First Published: Tuesday, February 18, 2014, 20:21


comments powered by Disqus