Last Updated: Tuesday, February 18, 2014, 20:21
বছর খানেক আটকে থাকার পর ফের শুরু হচ্ছে পার্ক সার্কাস ও বাইপাসের সংযোগকারী পরমা ফ্লাইওভারের নির্মান কাজ। এলাকার নিকাশির সমস্যার আশঙ্কায় প্রায় বছর খানেক ধরে ওই ফ্লাইওভারের নির্মান আটকে ছিল। সমস্যা এড়িয়ে শেষপর্যন্ত নতুন একটি সংস্থাকে ফ্লাইওভার তৈরির বরাত দেওয়া হয়েছে।