Last Updated: November 27, 2011 20:37

লাইব্রেরির পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরে। শ্যামনগর মুলাজোড় ভারতচন্দ্র লাইব্রেরিতে নির্বাচন চলাকালীন সেইসময় আচমকাই তৃণমূল কর্মীরা সিপিআইএমের ক্যাম্পে হামলা চালায়। প্রায় ৭০ বাইকবাহিনী হামলা চালানোয় সিপিআইএমের ৯ জন আহত হয়েছেন। আহতদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পরই প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে প্রার্থীতালিকা প্রত্যাহার করে নেয় সিপিআইএম।
First Published: Sunday, November 27, 2011, 20:44