Last Updated: Sunday, November 27, 2011, 20:37
লাইব্রেরির পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরে। শ্যামনগর মুলাজোড় ভারতচন্দ্র লাইব্রেরিতে নির্বাচন চলাকালীন সেইসময় আচমকাই তৃণমূল কর্মীরা সিপিআইএমের ক্যাম্পে হামলা চালায়। প্রায় ৭০ বাইকবাহিনী হামলা চালানোয় সিপিআইএমের ৯ জন আহত হয়েছেন।