Last Updated: October 16, 2012 17:18

দুই বিচারপতি ভিন্ন মত পোষণ করায় জামিন পেলেন না পার্কস্ট্রিট কাণ্ডের অন্যতম অভিযুক্ত নাসির খান। এক বিচারপতি জামিনের পক্ষে রায় দেন। অন্যজন জামিনের বিপক্ষে রায় দেন। দুই বিচারপতি একমত না হওয়ায় এবার তৃতীয় বিচারপতির কাছে আর্জি জানানো হবে।
পার্কস্ট্রিট কাণ্ডে মোট পাঁচজনের নামে চার্জশিটে পেশ করা হয়। তারমধ্যে নাসির খান, রোমেল খান ও সুমিত বাজাজ গ্রেফতার হলেও এখনও নিখোঁজ দুজন। কাদের খান এবং আলি নামে দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।
First Published: Tuesday, October 16, 2012, 17:26