Last Updated: Tuesday, October 16, 2012, 17:18
দুই বিচারপতি ভিন্ন মত পোষণ করায় জামিন পেলেন না পার্কস্ট্রিট কাণ্ডের অন্যতম অভিযুক্ত নাসির খান। এক বিচারপতি জামিনের পক্ষে রায় দেন। অন্যজন জামিনের বিপক্ষে রায় দেন। দুই বিচারপতি একমত না হওয়ায় এবার তৃতীয় বিচারপতির কাছে আর্জি জানানো হবে।