park street suicide

পার্ক স্ট্রিটে বহতল থেকে মরণ ঝাঁপ

বহুতলের সাততলা থেকে ঝাঁপ দিলেন এক যুবক। আছাড় খেয়ে পড়লেন পার্কিংজোনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর। বুধবার ভরদুপুরে এমন ঘটনার সাক্ষী রইলেন একশো তেরো নম্বর পার্ক স্ট্রিট এলাকার মানুষ। হাসপাতালে নিয়ে যাওয়ার পে মৃত্যু হয় ওই যুবকের। পার্কিংজোনে গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন এক চালক। হঠাতই সাততলা থেকে ওই যুবককে ঝাঁপাতে দেখেন তিনি। তাঁর গাড়ির ওপরেই সজোরে আছড়ে পড়েন ওই যুবক। ভেঙে যায় গাড়ির কাচ।

বহুতলের নিরাপত্তারক্ষী এবং স্থানীয় মানুষ আবদুর নস্কর নামে ওই যুবককে প্রথমে একটি নার্সিংহোমে ভর্তি করেন। পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়। পার্ক স্ট্রিট থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু বহুতলের কেউই ওই যুবককে চিনত না বলে জানিয়েছেন স্থানীয়রা।

First Published: Wednesday, February 26, 2014, 20:56


comments powered by Disqus