park streeet - Latest News on park streeet| Breaking News in Bengali on 24ghanta.com
পার্ক স্ট্রিটে বহতল থেকে মরণ ঝাঁপ

পার্ক স্ট্রিটে বহতল থেকে মরণ ঝাঁপ

Last Updated: Wednesday, February 26, 2014, 20:56

বহুতলের সাততলা থেকে ঝাঁপ দিলেন এক যুবক। আছাড় খেয়ে পড়লেন পার্কিংজোনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর। বুধবার ভরদুপুরে এমন ঘটনার সাক্ষী রইলেন একশো তেরো নম্বর পার্ক স্ট্রিট এলাকার মানুষ। হাসপাতালে নিয়ে যাওয়ার পে মৃত্যু হয় ওই যুবকের। পার্কিংজোনে গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন এক চালক। হঠাতই সাততলা থেকে ওই যুবককে ঝাঁপাতে দেখেন তিনি। তাঁর গাড়ির ওপরেই সজোরে আছড়ে পড়েন ওই যুবক। ভেঙে যায় গাড়ির কাচ।