পার্ক স্ট্রিটে ভাড়া নিয়ে বচসা, মা-ভাইয়ের সামনেই তরুণীকে নিয়ে উধাও ট্যাক্সিচালক

পার্ক স্ট্রিটে ভাড়া নিয়ে বচসা, মা-ভাইয়ের সামনেই তরুণীকে নিয়ে উধাও ট্যাক্সিচালক

পার্ক স্ট্রিটে ভাড়া নিয়ে বচসা, মা-ভাইয়ের সামনেই তরুণীকে নিয়ে উধাও ট্যাক্সিচালকপার্ক স্ট্রিটে এ বার এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ উঠল। মা-ভাইকে নিয়ে গত কাল রাতে পার্ক স্ট্রিটের একটি রেস্তোঁরায় গিয়েছিলেন বেহালার এক তরুণী। রেস্তোরাঁ থেকে বেরিয়ে বেহালায় ফেরার জন্য একটি ট্যাক্সি ডাকেন তিনি। এরপর ট্যাক্সিতে উঠতেই চালক তাঁকে অন্য রাস্তায় নিয়ে যান। সেই সময় তাঁর মা-ভাই বিষয়টি ট্রাফিক পুলিসকে জানালে, পুলিস পার্ক স্ট্রিট মোড় থেকে অভিযুক্ত চালক-সহ ট্যাক্সিটি আটক করে। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন ওই তরণী।

বুধবার রাত সাড়ে ৯টা

পার্ক স্ট্রিটে একটি রেস্তোঁরা থেকে বেরিয়ে বেহালায় বাড়িতে ফেরার জন্য ট্যাক্সি ডাকেন এক তরুণী। সঙ্গে ছিলেন তাঁর ভাই ও মা। ট্যাক্সি চালক উমেশ প্রসাদ যাদব বেহালায় যাওয়ার জন্য অতিরিক্ত পঞ্চাশ টাকা দাবি করেন। অস্বীকার করেন ওই তরুণী। কথাবার্তার মধ্যেই ততক্ষণে ট্যাক্সির ভিতরে গিয়ে বসেছেন ওই তরুণী। আচমকাই ট্যাক্সি চালু করে উমেশ তাঁকে অন্যদিকে নিয়ে চলে যান বলে অভিযোগ। ঘটনায় হতচকিত হয়ে পড়েন তাঁর মা ও ভাই। রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিসকে বিষয়টি জানান তাঁরা। পুলিসের সহায়তায় পার্ক স্ট্রিট মোড়ে আটক করা হয় চালক সহ ট্যাক্সিটিকে।

এরপরই পার্ক স্ট্রিট থানায় চালক উমেশ প্রসাদে বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় চালককে। পার্ক স্ট্রিটের মতো জনবহুল এলাকায় বারবার এই ধরনের ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে মহিলাদের নিরাপত্তা নিয়ে।

First Published: Thursday, January 2, 2014, 10:48


comments powered by Disqus