Last Updated: Tuesday, April 15, 2014, 20:48
উত্তরপ্রদেশের নাগিনা থেকে উদ্ধার করা হল জোড়াসাঁকোর অপহৃত ফল ব্যবসায়ী মহম্মদ সাবির আনসারিকে। উদ্ধার করা হয়েছে কলকাতারই আরও এক ফল ব্যবসায়ী নুরুদ্দিন আহমেদকেও। অভিযুক্ত নাসিরের বাড়িতে অভিযান চালিয়ে দুজনের খোঁজ মেলে। উত্তরপ্রদেশ পুলিস এবং জোড়াসাঁকো থানা থেকে যাওয়া পুলিস দলের যৌথ অভিযানে অপহৃতেরা মুক্ত হলেও, ধরা যায়নি নাসিরকে।