park street

প্রার্ক স্ট্রিটে প্রিন্সিপালের সামনেই সহপাঠীকে চপারের কোপ ছাত্রের

প্রার্ক স্ট্রিটে প্রিন্সিপালের সামনেই সহপাঠীকে চপারের কোপ ছাত্রেরপার্ক স্ট্রিট এলাকায় প্রিন্সিপালের সামনেই সহপাঠীকে চপারের কোপ মারল এক ছাত্র। আক্রমণকারীও আক্রান্ত, দুজনেই সফি হল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। বাধা দেওয়ায় প্রিন্সিপালকেই হুমকি দেয় আক্রমণকারী ছাত্র। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত ছাত্রকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিস।

মহম্মদ ওয়াহিজ ও মহম্মদ আহমেদ। দুজনেই সফি হল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। এর আগেও মারামারিতে জড়িয়ে পড়েছে দুজন। সেকারণে দুজনকেই সাসপেন্ড করে স্কুল কর্তৃপক্ষ। শুধুমাত্র পরীক্ষার দিনগুলির জন্য তাদের ওপর থেকে তুলে নেওয়া হয়েছিল সাসপেনশন। শনিবার পরীক্ষা দিতেই স্কুলে আসে ওয়াহিজ। বাইরে অপেক্ষা করছিল আহমেদ। স্কুল ছুটির সময় সহপাঠীকে স্কুলের ভেতর থেকে টানতে টানতে বাইরে নিয়ে আসে আহমেদ। স্কুলের নিরাপত্তারক্ষীর কাছে খবর পেয়ে ছুটে আসে ন প্রিন্সিপাল। তাঁকে চপার দেখিয়ে চুপ থাকতে বলে ওই ছাত্র। এরপর সহপাঠীর পায়ে চপারের কোপ মারে সে। পুরনো শত্রুতার জেরেই তার ওপর হামলা বলে অভিযোগ আক্রান্ত ছাত্রের।

আহত অবস্থায় ওয়াহিজকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হামলাকারী আহমেদকে গ্রেফতার করেছে পুলিস। আক্রান্ত ওয়াহিজ তপসিয়া এলাকার বাসিন্দা।


First Published: Saturday, February 1, 2014, 19:23


comments powered by Disqus