Last Updated: Saturday, February 1, 2014, 19:21
পার্ক স্ট্রিট এলাকায় প্রিন্সিপালের সামনেই সহপাঠীকে চপারের কোপ মারল এক ছাত্র। আক্রমণকারীও আক্রান্ত, দুজনেই সফি হল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। বাধা দেওয়ায় প্রিন্সিপালকেই হুমকি দেয় আক্রমণকারী ছাত্র। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত ছাত্রকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিস।