Last Updated: May 4, 2012 17:21

শুক্রবার মিলন মেলা প্রাঙ্গনে ক্যাম্পাস ২০১২ শীর্ষক তথ্য-প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উদ্ধোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, কোনওভাবেই এসইজেড গড়ার অনুমতি দেওয়া হবে না। রাজ্যে ইনফোসিস বা উইপ্রোর মতো সংস্থা যাতে সুযোগ পায়, তার জন্য সব রকম সহযোগিতা করতে প্রস্তুত সরকার। তাঁর বক্তব্য, এ নিয়ে ইনফোসিস এবং উইপ্রোকে সরকারের তরফে বোঝাবার চেষ্টা করা হচ্ছে।
First Published: Friday, May 4, 2012, 17:26